অবসরের আগে করোনায় মারা গেলেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক,পিরোজপুরের আবুল হোসেন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় মৃত্যুবরণ করেন।

আবুল হোসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। আগামী ২ অক্টোবর তার চাকরিজীবন শেষে অবসরে যাওয়ার কথা ছিল।

আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

তিনি আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শুক্রবার (২৩ জুলাই) ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, আবুল হোসেন ১৯৮৩ সালের ৭ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে স্টেশন অফিসার হিসেবে যোগ দেন। এরপর তিনি দীর্ঘ কর্মজীবনে ওয়ারহাউজ ইন্সপেক্টর, সিনিয়র স্টেশন অফিসার, উপ-সহকারী পরিচালক এবং সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

২০১৭ সালে তিনি উপ-পরিচালক পদে পদোন্নতি পান এবং ২০২০ সালের ৯ জানুয়ারি থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পালন করছিলেন।

মৃত্যুকালে আবুল হোসেন এক ছেলে, তিন মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, আবুল হোসেন একজন মেধাবী, দক্ষ ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি ছিলেন সদালাপী ও বিনয়ী। তিনি সাফল্যের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ছবি ও লেখা কৃতজ্ঞতা

jagonews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *