আহাদ শিমুল; প্রান্তিকের অনুক্ত কথাগুলো বলা এক কলমযোদ্ধা

তাওসিফ এন আকবর: (Jan 31, 2021) নানা চড়াই-উতরাই পেরিয়েও দীপ্ত কিরণের পর্যাপ্ত রবি বা আলো না পাওয়া এক অবলেহিত জনপদ ইন্দুরকানী। প্রত্যন্ত আর আলোচনায় না থাকা এই উপজেলার একজন কলম সৈনিক আহাদুল ইসলাম শিমুল, বা সকলের আহাদ শিমুল

সংবাদদাতা হিসেবে কাজ করেন স্বাধীনতার মিডিয়া পার্টনার খ্যাত দৈনিক ইত্তেফাক কাগজে। গতানুগতিক এই দায়িত্বের বাইরেও বিভিন্ন মাধ্যমের সহায়তায় তুলে ধরেন উপজেলার বিভিন্ন স্তরের সমস্যা,সম্ভাবনা ও না বলা কথা।

শুধুমাত্র একজন সাংবাদিকই নয়, অসহায়, সুবিধাবঞ্চিত ও অন্যায়ের শিকার মানুষদের পাশে পরম মমতায় দাঁড়ান একজন স্বেচ্ছাসেবকের পরিচয়ে। দেন ভরসা, সহায়তা করেন ন্যায় আর প্রাপ্যতার প্রাপ্তিতে। এজন্যই বোধহয় উপজেলার একমাত্র সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের প্রধান শিক্ষক তিনি। বিশেষ চাহিদাসম্পন্ন এই শিক্ষার্থীদের বলতে না পারা কথা যিনি অভিব্যক্তিতেই বুঝে ফেলেন শিক্ষাঙ্গনে তার চেয়ে উত্তম অভিভাবক (শিক্ষক) আর কেইবা হতে পারে?

সাংবাদিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষক এই মানুষটা আরও কাজ করেন সমাজ সংস্কারকের ভূমিকায়ও। কোথাও রাস্তা ভাঙ্গা দেখলেন লাল নিশানা টাঙ্গিয়ে দিলেন। কোথাও অন্যায় দেখলেন সাথে সাথে সাধ্যমতো এগিয়ে আসলেন। জানালেন সেই কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শুধু এখানেই শেষ নয়। এই প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন অসহায় মানুষদের কথা বলেন সংবাদমাধ্যম আর ফেসবুকে। স্বীয় উদ্যোগী হয়ে সরকারের আর বেসরকারি সহযোগিতাগুলো পৌঁছে দিতে চেষ্টা করেন সত্যিকারের প্রাপ্যতার ভিত্তিতে।

ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অসাধারণ ব্যক্তিত্বের এই মানুষটির আজ জন্মদিন। শুভ জন্মদিন শিমুল ভাই। শত বছর আয়ু হোক আপনার! শুভকামনা নিরন্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *