ইন্দুরকানীতে কল্যাণ ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার আয়োজন সম্পন্ন
তাওসিফ এন আকবরঃ পিরোজপুরের ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ কল্যাণ ফাউন্ডেশন ” এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মধ্য কলারণে ” সততার সোপান বেয়ে উঠব সত্যতার চূড়ায়, একতার আলো ছড়িয়ে দিব পৃথিবীর আঙ্গিনায় ” শিরোনামে পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ২৬ শে রমজান (০৯ ই মে রোজ রবিবার) স্থানীয় আব্বাছিয়া বাইতুল আমান জামে মসজিদে এ আয়োজন করে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্হানীয় ইউপি সদস্য শাহজাহান হাওলাদার, সংগঠনটির উপদেষ্টা মিজানুর রহমান,মাষ্টার মোঃ জাহাঙ্গীর হোসেন, শফিকুল রহমান চান্নাসহ উপস্থিত ছিলেন স্হানীয় গন্যমান্য ব্যাক্তি, কল্যাণ সদস্য,কার্যনির্বাহী কমিটি এবং এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ প্রমুখ।
এবিষয়ে ইউপি সদস্য শাহজাহান হাওলাদার জানান,নিঃসন্দেহে তারা ব্যতিক্রমীসব উদ্যোগ নিয়েছে এবং নিচ্ছে।এলাকার সবাই সংগঠনটির এমন উদ্যোগের প্রশংসা করেন। এছাড়াও তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতেও সংগঠনটি এজাতীয় সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে।