ইন্দুরকানী ইউপি নির্বাচন নিয়ে মামলায় পুনঃ ভোট গননা

ইউসুফ আলী শেখ, ইন্দুরকানী প্রতিনিধিঃ

ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার পদে নির্বাচন নিয়ে দায়ের কৃত মামলার পুনঃ ভোট গননা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ২/১১/২৩খ্রিঃ বিজ্ঞ আদালতে ভোট পুনঃ গননা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত ২০২১ সালে ভবানীপুর ৮নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোল্লা মোঃ জাহাংগীর আলম ভোটে অনিয়মের অভিযোগ এনে পিরোজপুর বিশেষ ট্রাইবুনালে ০২/২০২২ নং মামলা রুজু করেন। নির্বাচনী আদালত (পিরোজপুর সদর) শুনানী শেষে ভোট পুনঃ গননার দিন ধার্য করেন। গত ১৪/০৯/২৩ খ্রিঃ তারিখের আদেশ মোতাবেক অদ্য ০২/১১/২৩খ্রিঃ বৃহস্পতিবার বেলা দুপুর ২.১৫ ঘটিকা হতে সন্ধ্যা ৬.০০ ঘটিকা পর্যন্ত অত্রাদালতের সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইবুনাল বিচারক সুরুত মল্লিক এর এজলাস কক্ষে প্রকাশ্যে মোরগ প্রতিকের প্রার্থী মোঃ জাকির হোসেন , তাহার নিযুক্ত বিজ্ঞ আইনজীবী জনাব এড.আবুল কালাম আজাদ, ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ জাহাংগীর আলম, তাহার নিযুক্ত বিজ্ঞ আইনজিবি দ্বয় ও সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক উপস্থিত থেকে গণনা কাজ সম্পন্ন করেন।

এ সময় অত্রাদালতের সেরেস্তাদার জনাব জাকির হোসেন,বেঞ্চ সহকারী মোঃমেহেদী হাসান এর সম্মুখে উপস্থিত ছিলেন।

গননাকালে দেখা যায়, বিজয়ী প্রার্থী মোঃজাকির (মোরগ প্রতীক) ৪৩১ ভোট পেয়েছিলেন, সেখানে পুনঃ গননায় ৪৩৭ ভোট হয়েছে। বাদী মোল্লা মোঃজাহাংগীর আলম ((ফুটবল) পেয়েছিলেন ৪৩০। অপরপ্রার্থী (তালা প্রতীক) পেয়েছিলেন ১৩৯ ভোট, ও টিউবোয়েল ২৫ ভোট। মোঃজাকির (মোরগ প্রতীক)প্রার্থীকে বিজয়ী ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *