করোনায় অসহায় মানুষের পাশে ইন্দুরকানী রেড ক্রিসেন্ট সোসাইটি
সারাদেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমের অংশবিশেষ পিরোজপুর জেলায়ও সংস্থাটির সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।এই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা ইউনিট এর নির্দেশে করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি ইন্দুরকানী উপজেলা ইউনিট।দেশের দুর্যোগময় সময়ে এই ইউনিটের সদস্যরা আঞ্চলিক পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের কাজে গুরুত্বপূর্ন সহায়ক ভূমিকা পালন করেছে।
এছাড়াও করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ,মাস্ক ও স্যানিটাইজার বিতরন কার্যক্রম,সর্বশেষ ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ঘূর্নিঝড় “ইয়াস” এর সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবিলা ও জনগনের সুরক্ষা নিশ্চিত করাসহ ঘূর্ণিঝড়কালীন সময়ে বিশুদ্ধ পানি, শুকনো খাবার সরবরাহেও উল্লেখযোগ্য ভূমিকা ছিল রেড ক্রিসেন্ট সোসাইটির এই ইউনিটের৷এমনকি ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে ছয়জনকে ৩৫০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় ৷
সংগঠনটির ইন্দুরকানী উপজেলা ইউনিটের সাথে এই সকল কর্মকান্ড বাস্তবায়ন করেছেন স্বেচ্ছাসেবী জিল্লুর রহমান, জিয়াউল ইসলাম (রিমন), সাব্বির আহম্মেদ, তানভির আহম্মেদ (রাকিব), জেরিন, স্বর্নালী রায়, সাকিল শেখ, রিফাত আকন, সায়েম সিকদার, নবীন প্রমুখ।