কল্যান ফাউন্ডেশনের উদ্দোগে ‘ইসলামের আলো’প্রজেক্টের ফলাফল পুরস্কার বিতরণী
গত শুক্রবারে ‘ইসলামের আলো’ প্রজেক্ট এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল হয়েছে
তারা জানায় (কল্যান ফাউন্ডেশন) জ্ঞান অর্জন করা এবং এর জন্য পড়াশোনা করা প্রতিটি মুসলমানের অবশ্য করণীয় কর্তব্য।
এই জ্ঞানের বার্তা গ্রামের শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াসে ই শুরু হয়েছিলো আমাদের এই ‘ইসলামের আলো’ প্রজেক্টের যাত্রা…..
চলমান আকাশ অপসংস্কৃতি ও মোবাইল, ভিডিও গেমস আসক্তি থেকে শিশু-কিশোরদের বের করে আলোর পথের সন্ধান দিতে
কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১ জুন ২০২১ ইং তারিখ থেকে শুরু হয়েছিলো “ইসলামের আলো” শিরোনামের জ্ঞান বিতরণী একটি প্রজেক্ট। এরপর থেকে প্রতিদিন সকাল ০৯ টা থেকে ১০ টা পর্যন্ত আব্বাছিয়া ইবতেদায়ি মাদ্রাসার শ্রেণিকক্ষে চলে শিশু-কিশোরদের নিয়মিত পাঠদান কর্মসূচি। বর্তমান যুগের প্রেক্ষাপটের আলোকে ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়কে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা হয় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে। একটি সুন্দর সমাজ গঠনের জন্য ইসলামি শিক্ষার বিকল্প আর কিছুই হতে পারে না। তবে এই ইসলামি জ্ঞান চর্চার জন্য শুধু মুখের কথা নয়, বরং বিভিন্ন ধরনের বইও প্রয়োজন। যে বইগুলো অধ্যায়নের মাধ্যমেই একজন মানুষ অনায়াসেই আলোকিত জ্ঞানী হয়ে উঠতে পারে। বর্তমান আধুনিক সমাজের দিকে তাকালে শিশু কিশোরদের মাঝে বই পড়ার তেমন স্পৃহা দেখা যায় না। বিভিন্ন অপসংস্কৃতি, নাটক, মুভি, কার্টুন, ভিডিও গেমস এগুলোতে বুদ হয়ে থাকে এরা। ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রজন্ম ধীরে ধীরে জ্ঞানশূন্য আধুনিক জাতিতে পরিণত হচ্ছে।
এটি গত ১৩/০৮/২০২১ তারিখ রোজ শুক্রবার ‘ইসলামের আলো’প্রজেক্ট এর ফলাফলও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলো কল্যান ফাউন্ডেশনের ভিবিন্ন সদস্যবৃন্দ ও গ্রামের বিভিন্ন সন্মানিত ব্যাক্তিবর্গ। এতে গ্রামের অধিকাংশরা তাদের সাধুবাদ জানায়।