কানাডা প্রবাসী ইন্দুরকানীর এক স্বপ্নবাজ মানুষ ও এইচডিটি
তাওসিফ এন আকবর: (Jan 24, 2021) স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, বরং স্বপ্ন সেটা যেটাকে বাস্তবায়ন করার তাড়না মানুষকে ঘুমাতে দেয়না। ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এপিজে আব্দুল কালামের এই উক্তিটি যেন এই লেখাটির সাথে পরিপূর্ণভাবে প্রাসঙ্গিক।
স্বপ্নবাজ শব্দের তাৎপর্যপূর্ণ ভাবার্থে এমন পাওয়া যায় যেঃ ক্ষুদ্র ক্ষুদ্র অথবা যে কোনো স্তরের স্বপ্নের চেইন মেইনটেইন করেন। ক্রমাগত একটার পর একটা স্বপ্ন বাস্তবায়ন করেন। মোদ্দাকাথা সিরিয়াল স্বপ্নদ্রষ্টা।
তবে এই ট্যাগের সাথে আবশ্যিক শর্ত এটাই যে সত্যিকারের স্বপ্নবাজের স্বপ্ন ও তার প্রতিফলনে নাগরিক উন্নয়ন কিংবা বৃহৎ জনগোষ্ঠীর জন্য কল্যাণকর বিষয়ের সংশ্লিষ্টতা থাকতেই হবে। এর ব্যাতিক্রম হয়তো থাকতে পারে তবে সেটাকে সত্যিকারের স্বপ্নবাজ বলা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েই যায়।
এই অবকাশের সুযোগ না থাকা সত্যিকারের একজন স্বপ্নবাজ ইন্দুরকানীর বালিপাড়ার (বর্তমান চন্ডিপুর) সন্তান কানাডা প্রবাসী মোঃ নাসিরুদ্দিন হাওলাদার। সম্ভ্রান্ত পরিবারের সন্তান নাসিরুদ্দিন নিজেকে পরিচয় দেন একজন স্বেচ্ছাসেবক হিসেবে, একজন উন্নয়ন কর্মী হিসেবে। সে উন্নয়নে নিজেকে ছাপিয়ে গুরুত্ব পায় গৃহহীন, স্বামী হারা বিধবা নারী, টাকার অভাবে চিকিৎসা করতে না পারা রোগী, স্বামী পরিত্যক্তা কয়েক সন্তানের জননী কিংবা নিছক অসহায় কোনো প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ।
একজন মানুষকে সত্যিকারের জানা হচ্ছে তার স্বপ্নটাকে জানা।
— হুমায়ুন আহমেদে
হুমায়ুন আহমেদের এই বাণীর উপর ভিত্তি করে বলাই যায় আমরা স্বপ্নবাজ নাসির ভাইকে জানি। কেননা আমরা তার স্বপ্নটাকে জানি।সেই স্বপ্নের নাম “এইচ.ডি.টি” যেটা পূর্ণ অর্থে হ্যাবিট্যাট ডেভলপমেন্ট ট্রাস্ট।