চট্টগ্রামে সৌখিন চোর;পিরোজপুরের ইমন সাঙ্গোপাঙ্গসহ গ্রেপ্তার

ত্রিশোর্ধ্ব যুবক মো. ইমন। এলাকায় তার পরিচিতি পরিবহন ব্যবসায়ী। পরিবারের লোকজনও জানেন তিনি স্বর্ণ ও সিএনজি অটোরিকশার ব্যবসায়ী। কিন্তু বাস্তবে তিনি চুরি করে বেড়ান। 

শনিবার নগরীরর বায়েজিদ বোস্তামী ও বন্দর থানা এলাকা থেকে তার স্ত্রী, শ্যালিকা ও এক সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার রাজপাড়া গ্রামের মো. খলিলুর রহমান মিঠুর ছেলে মো. ইমন, তার স্ত্রী শাজাদা আক্তার সাদিয়া, শ্যালিকা আনিকা সুলতানা সানি ও একই থানার ঘোষের টিকিটাকা গ্রামের মৃত সুলতান খানের ছেলে মো. আশ্রাব খান। 

ইমন পরিবার নিয়ে থাকেন বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া তুফানি রোডের জালাল উদ্দিনের ভাড়া বাসায় ও আশ্রাবখান থাকেন বন্দর থানার কলসি দিঘীরপাড় শাহাজাহন কলোনীতে। তাদের কাছ থেকে স্বর্ণ ও টাকাসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন বলেন, মো. ইমন পেশাদার চোর। আশ্রাব তার সহযোগী। মেহমান সেজে তারা দু’জন বিভিন্ন ভবনে ঢুকে। তালাবদ্ধ ফ্ল্যাট থাকে তাদের টার্গেট। এ ধরনের তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনায় শুরুতে ইমনকে শনাক্ত করা হয়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সাদিয়া ও সানির হেফাজত থেকে চোরাই স্বর্ণ, টাকা এবং বিপুল পরিমাণ ইলেক্ট্রনিক্স পণ্য উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে তার সহযোগী আশ্রাব খানকে গ্রেপ্তার করা হয়।

কৃতজ্ঞতা

সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *