জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করা কৃষিবিজ্ঞানী ইন্দুরকানীর ড. আঃ আউয়াল

তাওসিফ এন আকবর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কৃতি সন্তান, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারণ গ্রামের “ড. আব্দুল আউয়াল হাওলাদার” নিশীথ সূর্যোদয়ের দেশ জাপানের বিখ্যাত ওসাকা সিটি ইউনিভার্সিটি (পাবলিক) থেকে পিএইচডি সম্পন্ন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এ বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষাজীবনে ডক্টর আব্দুল আউয়াল এর হাতেখড়ি ৩৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি (বিজ্ঞান বিভাগ), এইচ.এস.সি করেছেন ঢাকা কলেজ থেকে (বিজ্ঞান বিভাগ)। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ থেকে প্রাণ রসায়ন বিভাগে গ্রাজুয়েশন।পিএইচডি করেছেন ওসাকা সিটি ইউনিভার্সিটি,জাপান থেকে।পোস্ট পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার,ওকিওনা (জাপান) থেকে।

কর্মজীবনে গবেষক ও কৃষিবিজ্ঞানী ডক্টর আব্দুল আউয়াল হাওলাদার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট,গাজীপুর এ বিজ্ঞানী ছিলেন।বর্তমানে তিনি কানাডাতে অবস্থান করছেন।কানাডায় রিসার্চ সম্পন্ন করে বর্তমানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

ব্যক্তিজীবনে দুই সন্তানের জনক ড. আব্দুল আউয়ালের স্ত্রী মোসলেমা খাদিজা খানম বিএসসি অনার্স ও এমএসসি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

ড. আব্দুল আউয়াল এর বড় ছেলে কিবরিয়া আউয়াল প্রিতম,কেমিক্যাল ইন্জিনিয়ারিং নিয়ে পড়ছেনে রাইসন বিশ্ববিদ্যালয়, টরেন্টো (কানাডার সরকারি বিশ্ববিদ্যালয়) থেকে।ছোট ছেলে পার্থ আউয়াল কানাডার সরকারি কার্লটন (অটোয়া) বিশ্ববিদ্যালয়ে আইন ও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র।

ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ডক্টর আব্দুল আউয়াল হাওলাদারের পিতা মোঃ আমজাদ হোসেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার। মাতা আয়েশা খাতুন গৃহিণী।৪ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার বড়।প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

মেজ ভাই মোঃ নুরুল আলম হাওলাদার (বি.এ ও এম.এ) প্রধান শিক্ষক হসেবে কর্মরত আছেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলায়।

বড় বোন নাজমুন নাহার লিলি (বিএসএস অনার্স ও এমএসএস সমাজবিজ্ঞান)।তিনিও মোড়েলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।তার স্বামী হাসিবুল মোহাম্মদ জাহিদ ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন ডাক দিয়ে যাই নামক বেসরকারি উন্নয়ন সংস্থায়।

সেজ ভাই মৃত মোঃ জাকির হোসেন (বি.এস.এস. অনার্স ও এম.এ সমাজবিজ্ঞান), ছোটবোন শারমিন হোসেন(বি.এ অনার্স, এম.এ ইংরেজি সাহিত্য) প্রভাষক, ইংরেজি বিভাগ; সরকারি ইন্দুরকানী কলেজ।তার স্বামী এ. কে. এম মাসুদুজ্জামান (বিএসএস অনার্স, এম.এস.এস ও এম ফিল, ঢাবি; সমাজবিজ্ঞান) প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ; সরকারি ইন্দুরকানী কলেজ।

ছোট ভাই মোঃ কামরুল ইসলাম,বি.এস.এস অনার্স ও এম.এস.এস (নৃবিজ্ঞান বিভাগ) শেষ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে,একই বিশ্ববিদ্যালয়ে তিনি এম.ফিল ডিগ্রি সম্পন্ন করে পিএইচডি করছেন। কর্মজীবনে তিনি এডভাইজার ও ডিরেক্টর অফ এডমিন, ডেইলি বর্তমান সময় এর দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *