ডাসার উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে নবগ্রামে নৌকার পক্ষে পথসভা।

আসন্ন নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১১ ই নভেম্বরের ভোট গ্রহনকে সামনে রেখে ইতোমধ্যেই শুরু হয়েছে নির্বাচনী বিভিন্ন ধরনের কার্যক্রম,প্রচার-প্রচারণা।নবগঠিত ডাসার উপজেলার শতভাগ আওয়ামী চিহ্নিত একটি  ইউনিয়ন নবগ্রাম ইউনিয়ন।আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত করেছেন গত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও বিজয়ী চেয়ারম্যান বাবু বিভূতি ভূষণ বাড়ৈকে।তার নির্বাচনী প্রচারণায় পথসভায় নবগ্রামে অংশ নেয় ডাসার উপজেলার রাজনৈতিক অভিভাবক,ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বয়ক,সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের ভাগ্নে সৈয়দ সাখাওয়াত হোসেন।উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কবৃন্দ এ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ, দুর্লভানন্দ বাড়ৈ,জনাব মহসিন, আবুল কাশেম হাওলাদার,মতিন হাওলাদার সহ সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ নবগ্রাম আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।সৈয়দ সাখাওয়াত হোসেন সাহেবকে প্রধান অতিথি করে সভার সভাপতিত্ব  করেন নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নীলরতন বাড়ৈ।সভায় নৌকার পক্ষে এবং এলাকার উন্নয়নের স্বার্থে বক্তব্য রাখেন,রাজীব ভক্ত,তরুন ঢালী,জুলহাস সরদার,রিফাত খান সুজন,সুশীল বিশ্বাস,বিদ্যুৎ কান্তি বাড়ৈ,কৃটি মোহন পান্ডে, প্রবীর রায়,অখিল বৈদ্য,সুজন মন্ডল,মীর সুজন সহ অনেকেই।বক্তারা এলাকাভিত্তিক বিভিন্ন কোন্দল নিরাসনসহ এলাকার বিভিন্ন দুর্দশা তুলে ধরে নৌকার পক্ষে শতভাগ ভোট দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।সকলার বক্তব্য শুনে নৌকার প্রার্থী বাবু বিভূতি ভূষণ বাড়ৈ নিশ্চিত করেন তিনি নির্বাচিত হলে তার অসম্পন্ন বাকি কাজগুলো ধাপে ধাপে শেষ করে অতিদ্রুতই নবগ্রাম ইউনিয়নের জনগনের দুঃখ, কষ্ট লাঘব করতে পারবেন।সবশেষ সভার প্রধান অতিথি  ও সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *