পিরোজপুরে বিএনপির সমাবেশে কেন্দ্রীয় যুবদল সম্পাদক জা. আ. দুলাল
পিরোজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরে বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এর আয়োজন করে।
সমাবেশ শুরুর আগে জেলার বিএনপির নেতা-কর্মীদের সামবেশে আসতে বাধা দেয় পুলিশ। পিরোজপুরে বিএনপির এই সমাবেশে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাঃ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের উপস্থিতি সমাবেশে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দিপনা তৈরি করেছে বলেও জানান তারা।
পুলিশের বাধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সমানে হয় এ সমাবেশে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাঃ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের পাশাপাশি যুবদলের জেলা সভাপতি শাহিন, সা: সম্পাদক সাইদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।