পিরোজপুরে সামাজিক সংগঠন এইচডিটির ব্যতীক্রমী আয়োজন, স্বেচ্ছাসেবীদের মৌসুমী ফলাহার

তাওসিফ এন আকবর

Coastal journalist & fact checker

পিরোজপুরে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হ্যাবিট্যাট ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি)’র ব্যতীক্রমী আয়োজন করেছে।রবিবার (৩০ শে মে ) বিকেলে সংগঠনটির সহযোগী সংগঠনগুলোর স্বেচ্ছাসেবীদের জন্য মৌসুমী ফল এর ব্যবস্থা করা হয়।

জেলা শহরের মধ্যরাস্তা এলাকায় আয়োজিত এই ব্যতীক্রমী আয়োজনে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আম এবং মৌসুমী ফল লিচু পরিবেশনের মাধ্যমে আয়োজিত হয় এই ব্যতীক্রমী আয়োজন।

এসময় এইচডিটির পরিচালনা পর্ষদের ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন বাবুই,প্রাণফোটা,রক্তবিন্দু-ইনুরকানী,বিজয় নিশান ও সাপোর্টসহ বিভিন্ন সংগঠন এর স্বেচ্ছাসেবীগণ।

এইচডিটির পরিচালক মেহেদী হাসান শুভ জানান,স্বেচ্ছাসেবীগণ অসহায় মানুষদের জন্য নানবিধ আয়োজন করেন।কিন্তু স্বেচ্ছাসেবীদের নিয়ে তেমন কোনো আয়োজন করা হয়না। বিভিন্ন সময় আমরা চেষ্টা করি এই ক্ষেত্রটিতে কিছু কাজ করার।তারই ধারাবাহিকতায় এই আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *