প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
মোঃ ইমরান হোসেনঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক সুরঞ্জন সুতার’র সভাপতিত্বে স্থানীয় বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয় ।
প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ বৈরাগী’র স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আশরাফুল আলম খান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম, ওয়ার্ড আ’লীগ নেতা নিত্যানন্দ বৈরাগী,
বীরমুক্তিযোদ্বা আনোয়ার হোসেন, ওয়ার্ড আ’লীগ নেতা সুভাষ চন্দ্র মল্লিক,দেবেশ চন্দ্র গোলদার, আ’লীগ নেতা পার্থ সারথী দত্ত । আ’লীগ নেতা সুজয় কান্তি মন্ডল’ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ ইন্দ্রজিৎ টিকাদার, উপকূলীয় ঝর্ণাধারার সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন, সাংবাদিক পরাগ রায়, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ টুটুল বিশ্বাস, অরিন্দম গোলদার,সরজিত মন্ডল, শিক্ষক যথাক্রমে অনিষ বৈরাগী,প্রশান্ত কুমার রায়, অরুণ রায়, অভিভাবক সদস্য যথাক্রমে পলাশ বিশ্বাস, মোঃ জাকির হোসেন,কাজী শরিফুল ইসলাম মিঠু সহ শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ ।
সভা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।