বরিশালে বিদ্যাল‌য়ের বারান্দা থে‌কে পিরোজপুরের বৃদ্ধের মর‌দেহ উদ্ধার

বরিশালের উজিরপুরে বিদ্যালয়ের বারান্দা থেকে ৭০ বছরের এক বৃদ্ধের মর‌দেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (০১ জুন) সকা‌লে মর‌দে‌হ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌ল ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে।

নিহত পরিমল দাস (৭৫) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা লক্ষনকাঠী গ্রামের মৃত গোপীনাথ দাসের ছেলে।

স্থানীয় চৌ‌কিদার এনা‌য়েত ক‌রিম বাংলানিউজকে জানান, প‌রিমলের উ‌জিরপু‌রে কোনো আত্মীয় স্বজন ছি‌ল না। দীর্ঘ‌দিন ধ‌রে সে এই এলাকায় থে‌কে যখন যা কাজ পে‌তো তা কর‌তো। এবং লস্করপুর স‌রকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়সহ যেখা‌নে পার‌তো সেখা‌নেই  রা‌ত্রি যাপন কর‌তো।

‌তি‌নি জানান, সোমবার দিবাগত রা‌তে উ‌জিরপু‌রের লস্করপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের বারান্দায় প‌রিশমল দা‌সের মর‌দেহ প‌রে থাক‌তে দে‌খে স্থানীয়রা থানা পু‌লিশকে অব‌হিত ক‌রেন।

উ‌জিরপুর  থানার ভারপ্রাপ্ত কর্মজর্তা (ও‌সি) জিয়াউল আহসান বাংলানিউজকে জানান, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে। অপমৃত্যু মামলা দা‌য়ের শে‌ষে মঙ্গলবার (১ জুন) সকা‌লে মর‌দে‌হের ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে।

কৃতজ্ঞতা

banglanews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *