শুধু বৃক্ষ রোপন নয়,সঠিক পরিচর্যাও করবে ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও(Sustainable development Goal) SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ নিয়ে দ্রুত বর্ধনশীল বিভিন্ন রকম দেশীয় ফলের গাছ রোপন করে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্তর্গত ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ।

এক সাক্ষাতকারে ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান জামিল বলেন ,শুধু দেখানোর জন্য বৃক্ষ রোপন নয়, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম সজীব এবং সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি’ র কঠোর নির্দেশনা রয়েছে গাছের যত্ন নেওয়া এবং সঠিক পরিচর্যা করার।ইস্টার্ন বিদ্যালয় ছাত্রলীগ সেটি করবে।

বিশ্ববিদ্যালয় টির ছাত্রলীগ সাধারন সম্পাদক আল মেসবাহ্ বলেন, শুধু বৃক্ষরোপণ কর্মসূচিই নয়, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী তীব্র গরমে খেটে খাওয়া মানুষদের ঠান্ডা পানি,খাবার স্যালাইন এবং কোমল পানীয় বিতরণ কার্যক্রমও অতি দ্রুত শুরু করবে ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *