ভান্ডারিয়ায় জেপির কর্মকাণ্ডের প্রতিবাদ ও শাস্তির দাবিতে উপজেলা আ’লীগের সংবাদ সম্মেলন
পিরোজপুর( ভান্ডারিয়া) থেকে তানভীর আহমেদঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় জেপি কর্তৃক গত ১৭ এপ্রিল ভান্ডারিয়া উপজেলা শাখা কার্যালয় হামলা, আওয়ামীলীগ অঙ্গ-সংগঠন এর নেতা কর্মীদের উপর জাতীয় পার্টি জেপির নির্মম হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের বাস ভবনে হামলা গাড়ীতে অগ্নি সংযোগ ও দলীয় নেতাকর্মীদের উপর সন্ত্রাসী এর অভিযোগে প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দলীয় উপজেলা কার্যালয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বলেন হামলায় প্রায় ১৫ জন আহত হয়েছে এবং ৩ জন এখনো বরিশাল শেরে বাংলা মেডিকেল-এ চিকিৎসাধীন আছেন, তাদের অবস্হা গুরুতর বাকিরা চিকিৎসা শেষে বাসায় ফিরেছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয় পবিত্র রমজান এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে উপজেলা আওয়ামীলীগ কোন কর্মসূচি দেয়নি, কিন্তু এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যহত থাকলে ভান্ডারিয়ার ঐতিহ্যগত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার কথাও বলা হয়।
অপর এক প্রশ্নের জবাবে সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম বলেন থানায় অভিযোগ দেবার পর এখনো তদন্ত করে এজাহার ভুক্ত করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি, সংবাদ সম্মেলনে উপেজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন নেতৃবৃন্দ, তেলিখালি ইউনিয়নের চেয়ারম্যান মো, সামছুদ্দিন হাওলাদার, ভিটাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল কবির পান্না। ভান্ডারিয়া ও পিরোজপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিক গণ উপস্হিত ছিলেন।