শরীয়তপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক (পিরোজপুরের) গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে (১৪) বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসানকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুটির মামা বাদী হয়ে গতকাল রোববার ভেদরগঞ্জ থানায় একটি মামলা করেন। এরই মধ্যে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশীদুল বারী।

আসামি মো. মাহমুদুল হাসান পিরোজপুরের নাজিরপুর উপজেলার পশ্চিম ছোট বুইচাকাঠি এলাকার বাসিন্দা।

ভেদরগঞ্জ থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বাদীর ১৪ বছরের ভাগ্নে ভেদরগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার ছাত্র। গত ১২ মে দিবাগত রাত আড়াইটার দিকে আসামি মো. মাহমুদুল হাসান ওই ছাত্রকে ঘুমানোর কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন। ঘটনার পরদিন সকালে ওই শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি চলে যায়। পরে তার মামা মাদ্রাসায় যাওয়ার জন্য তাকে বারবার চাপ দিলে ঘটনাটি প্রকাশ পায়। শিশুটি লোকলজ্জার ভয়ে আগে ঘটনাটি প্রকাশ করেনি বলেও জানানো হয়।

পরে শিশুটির মামার দায়ের করা এজাহারের ভিত্তিতে ভেদরগঞ্জ থানায় গতকাল রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। মামলা নম্বর—৫।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশীদুল বারী জানান, ওই শিশু শিক্ষার্থীর বাবা একজন প্রবাসী। তাই ছেলেটি মামার বাড়িতে থেকে লেখাপড়া করছে। ছেলেটি লোকলজ্জার ভয়ে ঘটনাটি প্রকাশ করেনি। তার মামা মাদ্রাসায় যাওয়ার জন্য চাপ দিলে ঘটনাটি প্রকাশ পায়। এ বিষয়ে মামলা হয়েছে। মামলা রুজুর পরপরই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে।

কৃতজ্ঞতা

ntvbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *