শান্তিতে থাকতে নৌকায় ভোট দিন ইন্দুরকানীর নির্বাচনী জনসভায় রেজাউল করিম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ও নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী শ ম রেজাউল করিম আরও বলেন, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। ভোটের দিন কেন্দ্রে গিয়ে নির্ভয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। আপনারা নৌকায় ভোট না দিলে ওই সন্ত্রাস, দুর্নীতিবাজরা নির্বাচিত হবে। তারা নির্বাচিত হলে আবারও আপনাদের অশান্তিতে থাকতে হবে। আপনারা শান্তিতে থাকবেন না অশান্তিতে থাকবেন সে বিবেচনা আপনাদের। সাঈদীর পক্ষে বা বিপক্ষে আমি কোন কাজ করিনি। আমি তার মামলা সংক্রান্ত কোন কাজের সাথে জড়িত ছিলাম না। আমার বিরুদ্ধে সাঈদীর মামলার রাষ্ট্র পক্ষের স্বাক্ষী ও সতন্ত্র প্রার্থী একেএম এ আউয়াল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু যারা সাঈদীর মামলার স্বাক্ষী ছিলেন তারাই পুলিশ পাহাড়ায় চলেন।

সন্ত্রাসীদের হাত থেকে বাচঁতে নৌকা মার্কায় ভোট দিন। মানুষ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন চায়। কোন সন্ত্রাসী ও দুর্ণীতিবাজ পরিবারের হাতে জিম্মি থাকতে চায় না। আমি নির্বাচিত হলে এজনপথকে সন্ত্রাস, চাদাবাজ ও দুর্ণীতিমুক্ত রাখব। বৃহস্পতিবার বিকেলে ইন্দুরকানীতে শেষ নির্বাচনী পথসভায় শ ম রেজাউল করিম এ কথা বলেন।

ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, সাবেক জেলা জজ বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম সিকদার, সরকারি পিপি এ্যাড, আঃ রাজ্জাক খান বাদশা, জেলা যুবললীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, জেলা ছাত্রলীগ সভাপতি অনিকুজ্জামান অনিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *