হার না মানা এক ব্যতিক্রমী ওহিদুল

তাওসিফ এন আকবরঃ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মধ্য ইন্দুরকানীর আউরাপুল নামক এলাকার বাসিন্দা মোঃ ওহিদুল ইসলাম।পড়াশোনার পাশাপাশি পারিবারিক ব্যবসার হাল ধরেছেন উচ্চ মাধ্যমিকের পর থেকেই।

সহপাঠীদের অনেকেই যেখানে পড়াশোনার পর শহরমুখী, সরকারি চাকুরির পেছনে ছোটাছুটি কিংবা প্রবাসে থিতু হয়েছেন সেখানে ব্যতিক্রমী হয়ে আঞ্চলিক সকল মানসিক বাঁধা আর প্রতিকূলতা উপেক্ষা করে গতানুগতিক পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করেছেন।চাকুরির পেছনে না ছুটে চেষ্টা করেছেন উদ্যোক্তা হওয়ার।

ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসা থেকে এইচ এস সি’তে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পরে পড়াশোনা করছেন ইন্দুরকানী সরকারি কলেজ এ।উচ্চশিক্ষায় অধ্যয়নের পাশাপাশি একদম শূন্য অভিজ্ঞতা নিয়ে পারিবারিক ব্যবসা তথা ডিপার্টমেন্টাল স্টোর ও টি স্টলের দায়িত্ব নেয়াটা খুব একটা সহজতর ছিলনা।

তবুও থামেননি ওহিদুল।সামনে এগিয়ে গেছেন। প্রচলিত সমাজব্যবস্থায় সেঁটে থাকা সেকেলে মনোভাবের মানুষের অভাব নেই,কমতি নেই পেছনে হেয়জ্ঞান করে কথা বলার মানুষেরও।এইসব শুধু শুনেছেন এককানে,কখনো পাত্তাই দেননি।নিজের উপর প্রচন্ড আত্মবিশ্বাস আর মনোবল হারাননি।

সময়ের পরিক্রমায় বৃদ্ধি পাওয়া পারিবারিক ব্যায়ভার বহন, পরিবারে সদস্যসংখ্যা বৃদ্ধি আর ক্রমাগত সামনে এগিয়ে যাওয়া পৃথিবীর সাথে তাল মিলাতে গিয়ে বড়ভাইয়ের অন্য কর্মসংস্থানে যাওয়ার পরে একাই হাল ধরেছেন দোকানের।অভিজ্ঞতার অভাব দ্রুতই পুষিয়ে নিয়ে ব্যবসায় সময় দিয়েছেন সবটুকু উজার করে।

তার হাত ধরেই স্থানীয় আউরাপুল এলাকার সবচেয়ে ব্যস্ততম দোকানটি সময়ের সাথে সাথে বরং আরও জনপ্রিয় হয়েছে।তার দোকানের চায়ের সুনাম ছড়িয়েছে আশেপাশের বিভিন্ন এলাকাতে।উপজেলার দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকে এখানে চা’প্রেমীরা আসেন মুখরোচক এককাপ চায়ের খোঁজে।

ক্রেতার ভীড় সামলাতে একটা সময় দোকানে বড়ভাইকে সাহায্য করতে নিয়মিত সময় দেন ওহিদুলের ছোট ভাই হাফিজুলও।দুই ভাইয়ের প্রচেষ্টাতেই তাদের টি স্টলটি হয়ে উঠেছে স্থানীয়দের চা’পানের এক নির্ভরযোগ্য জায়গা হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *