বান্দরবান জেলার পুলিশ সুপার (অতিঃ) ইন্দুরকানীর কুদ্দুস ফরাজী

তাওসিফ এন আকবরঃপার্বত্য জেলা বান্দরবান এর অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের ফরাজী বাড়ির আব্দুল কুদ্দুস ফরাজী।

মৃত হাজী নূর মোহাম্মদ ফরাজী ও আছিয়া বেগম(মৃত) দম্পতির ৮ সন্তানের মধ্যে তিনি তৃতীয়।শিক্ষাজীবনে হাতেখড়ি ২২ নং মধ্য কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপরে ২১ নং দক্ষিণ কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছেন ৪র্থ শ্রেণী পর্যন্ত।৫ম শ্রেণীতে পড়েছেন ১৩ নং ইন্দুরকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।এরপরে ইন্দুরকানী মেহেউদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছেন ৯ম শ্রেণী পর্যন্ত।

এস.এস.সি সম্পন্ন করেছেন পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়ে।পরবর্তীতে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচ.এস.সি ও বিএসসি সম্পন্ন করেন।

কর্মজীবনে ১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশে এক বছরের প্রশিক্ষণ নেন রাজশাহীর সারদা প্রশিক্ষণ ক্যাম্পে।এরপরে পটুয়াখালীতে এস আই হিসেবে চাকুরিজীবন শুরু করেন।১৯৯০ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পান।

এরপরে ২০১০ সালে সহকারী পুলিশ সুপার ও সর্বশেষ ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।গতবছর (২০২০) সালে করোনা মহামারির পুরোপুরি দেশে বিস্তার লাভ করার পরের মাসের(জুলাই) ৭ তারিখে বর্তমান কর্মস্থল বান্দরবন জেলায় বদলি হয়ে এখন পর্যন্ত সেখানেই কর্মরত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *