রাজধানীর চার নারী এসিল্যান্ডের একজন পিরোজপুরের মেয়ে শাকিলা

পিরোজপুরের নাজিরপুরে দীর্ঘা ইউনিয়নের নাওটানা গ্রামের নাওটানা বি, এম, মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান এর তৃতীয় কন্যা। এই মুহূর্তে ঢাকায় কর্মরত ১১ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের মধ্যে ৪ জনই নারী ।

এর মধ্যে নাজিরপুরের শাকিলা বিনতে মতিন, তার কর্মস্থাল কোতোয়ালী রাজস্ব সার্কেল, অন্যান্যরা হলেন লালবাগ রাজস্ব সার্কেলের ফারজানা রহমান, মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের ইয়াসমিন মনিরা এবং মতিঝিল রাজস্ব সার্কেলের মাহনাজ হোসেন ফারিবা।

ঢাকার কোতোয়ালি সার্কেলের শাকিলা বিনতে মতিন পিরোজপুরে স্কুল ও কলেজ শেষ করে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। গ্রামে বেড়ে ওঠা শাকিলারা চার বোন। তাঁর শিক্ষক বাবা চেয়েছিলেন, মেয়েরা সমাজে শক্তিশালী অবস্থান তৈরি করুক। সেই স্বপ্নই বাস্তবায়ন করছেন শাকিলা।

শাকিলা বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশে নারীদের পারিবারিক ভূমিতে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার প্রবণতা থাকে। এমনকি নারীরা এটাও সঠিকভাবে জানেন না যে তাঁদের জমির অবস্থান কোথায়।’অধিকাংশ নারী ভূমি অফিস পর্যন্ত আসেনই না। যাঁরা আসেন, তাঁরাও অজ্ঞ করণীয় সম্পর্কে। শুধু সম্পদের হদিস জানলে উত্তরাধিকার উদ্ধার করা সম্ভব। কিন্তু এই কাজ করতে যে আইনের আশ্রয় নিতে হয়, সে ক্ষেত্রেও অনাগ্রহও দেখা যায় নারীদের মধ্যে। ‘এ রকম পরিস্থিতিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের সহযোগিতা করার জন্য।

তার বাবা বলেন, আমি বেসরকারী শিক্ষাকতা করে খুবই সামান্য বেতনে পরিবারকে যথেষ্ট সন্তুষ্ট রাখতে না পারলেও সন্তানের সু-শিক্ষায় শিক্ষিত করে মানুষের মত মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছি। তাই আজ নিজেকে ধন্য মনে করি। শাকিলাকে নিয়ে নাজিরপুরবাসী খুবই গর্বিত।

কৃতজ্ঞতা

dailyjobabdihi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *