লকডাউনে ভালো নেই ইন্দুরকানীর নিম্ন আয়ের মানুষ

লকডাউনে পিরজপুরের ইন্দুরকানী উপজেলার নানা শ্রেণিপেশার নিম্ন আয়ের কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন। উপার্জন না থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে তাদের।

এমন অবস্থায় প্রশাসন থেকে কোনো সাহায্য পাননি বলে অভিযোগ তাদের। আর জেলা প্রশাসন বলছে, সাহায্যের জন্য নিম্ন আয়ের মানুষদের একটা তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপজেলার চন্ডিপুর এলাকার চায়ের দোকানি বলেন, “লকডাউনের কারণে দোকান বন্ধ রেখেছি। ছয়জনের সংসার; চা বিক্রি করে আমার সংসার চলে। আয় বন্ধ থাকলে সংসার চলবে কি করে।

“গত লকডাউনের সময়ও দোকান বন্ধ ছিল। তখন জমানো টাকা ভেঙে সংসার চালিয়েছি। এখন ঘরে টাকা নেই। দিনের পর দিন দোকান বন্ধ থাকলে তো না খেয়ে মরতে হবে। সরকারের সাহায্য ছাড়া বেঁচে থাকা দুরুহ হবে। “

এদিকে লকডাউনে কাজ না থাকায় বিপাকে পড়েছেন জেলার ১৬টি অভ্যন্তরীণ রুটে চালাচলকারী বাসের কয়েক হাজার শ্রমিক। 

সেস্বেচ্ছাবী মেহেদী হাসান বাবু বলেন, “গত বছরের লকডাউনের শুরুতেই সরকারের পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন দারিদ্রসীমার নিচে থাকা মানুষদের নানাভাবে সাহায্য সহযোগিতা করেছিল। কিন্তু এবারের লকডাউনে ওইসব প্রতিষ্ঠান আর এগিয়ে আসছে না।উপজেলার কর্মহীন মানুষদের জন্য সরকারকেই ভাবতে হবে বলে মনে করেন এই সমাজসেবক।

অনুলিপিঃবিডিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *