১৮ই ডিসম্বর শরণখোলা হানাদার মুক্ত দিবস,বর্ণাঢ্য র‍্যালি ও স্মতি চারনমূলক আলাচনা সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান মিলন, বাগরহাটঃ
১৮ই ডিসম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষ শরণখোলায় বর্ণাঢ্য র‍্যালি, স্মতিচারন মূলক আলাচনা সভা ও সাধারণ জ্ঞান প্রতিযাগীতা অনুষ্ঠিত হয়ছ। শরণখোলা প্রসক্লাবর আয়াজন রায়দা শহীদ মিনার চত্বর স্মতি চারন আলাচনা সভায় সভাপতিত্ব করন শরণখালা প্রসক্লাবর সভাপতি ইসমাইল হাসন লিটন। সাধারণ সম্পাদক মহিদুল ইসলামর সঞ্চালনায় মুক্তিযুদ্ধর স্মতিচারন করন যুদ্ধকালীন কমান্ডার এম,আফজাল হুসাইন, হমায়ত উদ্দিন বাদশা, মুক্তিযাদ্ধা সংসদর সাবক কমান্ডার এম,এ খালক খান, বীর মুক্তিযাদ্ধা আবু জাফর জবার। অতিথি হিসাব বক্ততা করন শরণখোলা উপজলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাবক ডাকসু সদস্য আব্দুল হক গালাম হায়দার, উপজলা শ্রমিকলীগর সভাপতি মজবাহ উদ্দিন খাকন ও কষক লীগর সভাপতি এম,ওয়াদুদ আকন। বক্তারা বলন, স্বাধীনতা বিরাধী পক্ষ আজও নানা কশল মুক্তিযুদ্ধর চতনার বিপক্ষ ষড়য্ত্র করছ। দশ বিরাধী য কান ষড়য্ত্র প্রতিহত করত মুক্তিযুদ্ধর পক্ষ সকল শক্তিক ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা। বিজয় দিবসর মঞ্চ বির্তকিত ব্যক্তির নাম খচিত টবিল ব্যবহার, ১৫ই ডিসম্বর রায়দা শহীদ মিনার বিজয় দিবসর অনুষ্ঠানর নাম মলবাদিদর আস্ফলন সহ সামগ্রিক বিষয় ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করন নতবদ। সভাশষ শিক্ষার্থীদর নিয় মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযাগীতা ও পুরস্ার বিতরনী অনুষ্ঠিত হয়।
প্রসংগত ১৯৭১ সালর ১৬ই ডিসম্বর সারাদশ যখন বিজয়র উল্লাস চলছ ঠিক সই সময় শরণখালার বীর যাদ্ধারা শত্রুদর বিরুদ্ধ মরনপন লড়াই করত বাধ্য হয়ছ। বিজয়র পর আরা ২ দুই দিন যুদ্ধ চালিয় শরণখালা উপজলার রায়দা বাজারর থানা ভবন, রায়দা ইউনিয়ন পরিষদ ও নাসির উদ্দিন আকনর ভবন অবস্তি ৩টি রাজাকার ক্যাম্প দখল করত হয়ছ। ১৪ তারিখ থক ৫দিন ১৮ ডিসম্বর পর্যÍ যুদ্ধ কর মুক্তিযাদ্ধারা ওই ক্যাম্প ৩টি দখলর পর বাংলাদশর স্বাধীনতার পতাকা উড়িয় শরণখালাক শত্রুমুক্ত ঘাষনা করন। যুদ্ধ রাজাকার ক্যাম্প থক নিক্ষিপ্ত গুলিত বীর মুক্তিযাদ্ধা গুরুপদ, টিপু সুলতান, আসাদুজ্জামান, আলাউদ্দিন, আলতাফ শিকদার শহীদ হন। ৫দিনর যুদ্ধর মধ্য কান এক সময় নাসির উদ্দিন আকনর বাসভবন অবস্তি রাজাকার ক্যাম্পর গাপন সুরঙ্গ দিয় নদী পথ রাজাকাররা পালিয় যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *