ঢাবিতে পাঁচ বছর পর “ওয়েলফেয়ার নেট” এর নতুন নেতৃত্ব। সভাপতি ফাহাদ, সম্পাদক তানজিমুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ওয়েলফেয়ার নেট” সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব স্যার এ এফ রহমান হলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পরে সংগঠনটির এই নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। অনুমোদন অনুযায়ী আগামী এক বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ফাহাদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তানজিমুল ইসলাম।

ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইন্সটিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী, অন্যদিকে তানজিল একই ইন্সটিটিউটে পড়ালেখা করছেন।

এ প্রসঙ্গে নব-নির্বাচিত সভাপতি ফাহাদ জানান, “হলে অন্যান্য ডিপার্টমেন্টের সংগঠন থাকলেও আমাদের সমাজকল্যাণ ডিপার্টমেন্টে কোন সক্রিয় ওয়েলফেয়ার সংগঠন ছিলনা। আশা করছি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই সংগঠন কে এগিয়ে নিয়ে যেতে পারবো।

সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক তানজিল জানান, ” আমাদের নতুন কমিটি বন্ধ থাকা সকল কার্যক্রম পুনরায় শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আসছে ১৮ই রমজান সবাইকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *