ইন্দুরকানীতে শ্যামলী ম্যানগ্রোভ ফরেস্টে ঈদে দর্শনার্থীর উপচে পড়া ভিড়

রাকিবুল ইসলামঃ

ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারন গ্রামে পানগুছি নদীর তীরে বাশ দিয়ে তৈরি এক চলার পথ। যার দুইপাশ দিয়ে প্রাকৃতিক তৈরি এই অপুর্ব শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট। এই অপরূপ সৌন্দর্য বেশ কয়েক কিলোমিটার এলাকা ধরে পরিকল্লনা নিয়ে চললে ও ২ কিলোমিটার কাজ সম্পন্ন এই ম্যানগ্রোভ ফরেস্ট।

এখানে ভিবিন্ন ধরনের গাছ দিয়ে তৈরি প্রাকৃতিক এই ফরেস্ট এর মধ্যেই তৈরি হচ্ছে চলার পথ।

এখানে সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত চলে দর্শনার্থী প্রবেশ। রয়েছে টিকেট ফি ২০ টাকা।

এটি উপজেলা প্রশাসন এর আওতাধীন নিয়ন্ত্রনে চলছে এই নির্মাণাধীন শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট।
এটাই ইন্দুরকানী উপজেলায় একমাত্র সাধারন মানুষের বিনোদন ও উপভোগ্য কেন্দ্র। সম্পুর্ন কৃতিত্ব ইন্দুরকানী উপজেলা প্রশাসন।

ঈদ উপলক্ষে বেড়েছে দর্শনার্থীর ভিড়। ঈদের দিন ও ঈদের ২য় দিন এর রিপোর্টে জানা যায় এখানে লকডাউন উপেক্ষা করে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার দর্শনার্থী প্রবেশ করে।যা ইন্দুরকানী ইতিহাসে বিরল।

কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলে তাদের মতামত জানা যায় এটি তাদের কাছে উপভোগ করার জায়গা,এখানে তারা সুন্দরবনের মত অনুভব করতে পারে, যেখানে ২ কিলোমিটার পথ অতিক্রম পথ তারা হেটে যেতে পারে পানগুছি নদীর একদম তীরে। দুই পাশে রয়েছে নানা রকমের গাছ দিয়ে ঘেরা ফরেস্ট। তারা ধন্যবাদ জানিয়েছেন এই উদ্যোগ,যার কস্ট,পরিশ্রম, সাধারন মানুষকে আনন্দিত করা সফল হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদ স্যারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *