বঙ্গবন্ধুর জন্মদিনে সুবিধাবঞ্চিতদের মাঝে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের খাবার বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের পক্ষ থেকে খাদ্য বিতরণের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ২৩,বঙ্গবন্ধু এভিনিউতে ১০০০ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। ও সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ। তারা নিজ হাতে সকল বিতরন সম্পন্ন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার শান্তির কামনায় আছর বাদ বায়তুল মোকাররম জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এর আগে ১৬ ই মার্চ সভাপতি, সাধারন সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারাদিনের এই কর্মসূচি প্রকাশ করেন।