বালিপাড়ায় নৌকার প্রতিনিধি বর্তমান চেয়ারম্যান কবির হোসেন
প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার একমাত্র ইউনিয়ন বালিপাড়ায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান কবির হোসেন বয়াতি।
শনিবার (১৩ মার্চ) ক্ষমতাসীন দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে দল মনোনীত প্রার্থীদের তালিকা জানানো হয়েছে।
মনোনীত কবির হোসেন বয়াতি ছাড়াও এ ইউনিয়ন থেকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইয়াকুব আলী হাওঃ ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নাসির সিপাই।