ভান্ডারিয়ায় আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভান্ডারিয়া (পিরোজপুর) থেকে তানভীর আহমেদঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি জেপি কর্তৃক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার বৈকাল বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বর এসোসিয়েশন সহ সর্বস্তরের সাধারন জনগণ, ভান্ডারিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক (বটতলা থেকে বিসমিল্লাহ চত্বর চরখালী পর্যন্ত) ১০ কিলোমিটার ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ লিয়াকত হোসেন তালুকদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা বাচ্চু, নিজামুল হক নান্না, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ইকড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, নদমূল্লা ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল আলম স্বপন, নদমুলা ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি এমরান হোসেন তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *