
Read Time:1 Minute, 3 Second
পিরোজপুরের ইন্দুরকানীতে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ হাওলাদার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান লিমন, দপ্তর সম্পাদক মো. মুয়াজ সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।