
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের গোপালের দোকন নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক বাদশা মোল্লা(৫৫)নিহত ও তার স্ত্রী আহত হয়েছে।
গতকাল সন্ধ্যায় ঢাকা গামী হামিম পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৫১৩৮) বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের গোপালের দোকান নাম স্থানে ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনা স্থালে ভ্যান চালক বাদশা মোল্লা নিহত ও তার স্ত্রী আহত হয়। নিহত বাদশা মোল্লা দাসখালী গ্রামের আজিজ মোল্লার পুত্র।
মহিষপুরা পুলিশ ফাড়ির এ.এস.আই মিঠুন ঘোষ জানান, নিহত বাদশা মোল্লা পেশায় একজন ভ্যান চালক তিনি কচুয়া উপজেলার বাধাল বাজার থেকে বাজার করে তার স্ত্রীসহ তার নিজের ভ্যানে বাড়িতে ফির ছিলেন। এসময় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোড়েলগঞ্জের বেহবৌলা গোপালের দোকান নাম স্থানে পৌছালে এ সড়ক র্দুঘটনা ঘটে। এব্যাপরে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
ঘাতক বাসটিকে কচুয়া উপজেলার বাধাল বাজারে স্থানীয় লোকজন আটক করে। এসময় চালক পালিয়ে যায়।