
বরিশাল বিভাগের পিরোজপুর জেলার পিরোজপুর সদর, জিয়ানগর ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-১ সংসদীয় আসনটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার সংগঠনকে চাঙা করতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। এ আসনে ইতোমধ্যেই একাধিক নেতাকর্মী মাঠে সক্রিয় হয়ে মনোনয়ন প্রত্যাশা করছেন। দলীয় সভা-সমাবেশে যেমন তৎপরতা দেখা যাচ্ছে, তেমনি নেতাকর্মীদের মধ্যেও চলছে হিসাব-নিকাশ।
মনোনয়নপ্রত্যাশী যাঁরা আলোচনায়:
অধ্যক্ষ আলমগীর হোসেন:
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা ও জেলা পর্যায়ে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। দলের কঠিন সময়ে দায়িত্বশীল ভূমিকা, কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং নেতৃত্বগুণে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত।
গাজী ওয়াহিদুজ্জামান লাভলু:
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব। তরুণ, উদ্যমী এবং সংগঠক হিসেবে ইতোমধ্যেই তৃণমূলে জনপ্রিয়তা অর্জন করেছেন। রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক তৎপরতা ও কর্মীবান্ধব ভাবমূর্তি তাকে মনোনয়নপ্রত্যাশীদের অন্যতম হিসাবে প্রতিষ্ঠিত করেছে।
এলিজা জামান:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। ক্লিন ইমেজ, সাহসী ভূমিকায় রাজপথে সক্রিয় উপস্থিতি এবং একাধিকবার হামলা-মামলার শিকার হয়েও দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকায় এলিজা জামানকে তৃণমূলের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দও সম্ভাব্য প্রার্থী হিসেবে গুরুত্ব দিচ্ছেন।
জাহাঙ্গীর আলম দুলাল:
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা জাহাঙ্গীর আলম দুলাল। যিনি ছাত্র রাজনীতি থেকে কেন্দ্রীয় নেতৃত্বে উঠে এসেছেন। একজন পরিচ্ছন্ন, সাহসী ও আদর্শিক রাজনীতিবিদ হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। কেন্দ্রীয় এই নেতাকে পিরোজপুর-১ আসনের মনোনয়ন দিতে পারে দলের হাই কমান্ড।
নজরুল ইসলাম খান:
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। উপজেলা চেয়ারম্যান হিসেবে অতীতে দায়িত্ব পালন করেছেন। ত্যাগ, অভিজ্ঞতা এবং কারাবরণের মধ্যেও দল ও জনগণের সঙ্গে সংযোগ বজায় রাখা—এই সব দিক থেকেই তিনি একজন পরীক্ষিত রাজনীতিক।
অ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল:
নাজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য। রাজনীতিতে সৎ, ত্যাগী ও নির্লোভ নেতা হিসেবে পরিচিত। দুঃসময়ে মাঠে থেকে দলকে সংগঠিত রাখার মাধ্যমে নেতাকর্মীদের আস্থাভাজন হয়েছেন। মনোনয়নে একজন নির্ভরযোগ্য প্রার্থী হিসেবে তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
দলের হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও, পিরোজপুর-১ আসনে এই ছয়জন নেতার মধ্য থেকেই ধানের শীষের কান্ডারী নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।